Chapai aam Bazar

শিলাবৃষ্টিতে চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আমচাষীদের মাথায় হাত

বি.এম রুবেল আহমেদ , শিলাবৃষ্টিতে চাঁপাই নবাবগঞ্জের আমচাষীদের মাথায় হাত। সোমবার বিকেলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারনে অনেক কৃষকই হতাশ। তবে ভোলাহাট উপজেলায় ক্ষতির আশংকা বেশি। ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে যেসব আম গাছে মুকুল এসছে কিন্তু ফুল ফাটেনি সেসব আম গাছের তেমন ক্ষতি না হলেও ফুল ফোটা আম গাছের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।তিনি আরও বলেন বিশেষত ভোলাহাটে ৮/৯ দিন দেরিতে মুকুল আসায় ক্ষতির পরিমানটা অনেকটা কম হবে। আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু বলেন ফুল আসা আম গাছের ক্ষতির আশংকা রয়েছে কিন্তু আবহাওয়া অনুকূলে থাকলে এবং সময়োপযোগী পরিচর্যা হলে ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব। অন্যদিকে শিবগঞ্জ,গোমস্তাপুর,নাচলেখোঁজ নিয়ে জানা গেছে কিছু কিছু এলাকায় ঝড়ো বৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, গত রাতেও জেলাব্যাপী ঝড়ো বৃষ্টি হওয়ায় জেলার আমবাগানগুলোতে আমের মুকুলের ক্ষতি সাধিত হয় বলে আম চাষীরা জানান। এবছর জেলার আম গাছের ৯০ শতাংশ গাছে মুকুল হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে পাওয়া গেছে।

(686)

আপনার ফেসবুক একাউন্ট ব্যবহার করে মতামত প্রদান করতে পারেনঃ